Tuesday, December 31, 2013

আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের এর অতিরিক্ত ব্রাইটনেস থেকে চোখকে রক্ষা করুন..

অতিরিক্ত ব্রাইটনেস,এমনকি অনেক কম ব্রাইটনেস চোখের জন্য যে কতটা ক্ষতিকর সেটা আর বলার অপেক্ষা রাখেনা।আর বিশেষ করে যারা কম্পিউটারেরর সামনে ও অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে রাত জেগে কাজ করেন তাদের জন্য ব্রাইটনেস ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ।অতিরিক্ত ব্রাইটনেসের কারনে আমাদের চোখের বিভিন্ন সমস্যা যেমন-চোখ দিয়ে পানি পরা,মাথা ব্যথা করা,চোখে কম দেখা এমনকি সারা জীবনের জন্য আপনার মূল্যবান চোখটিও হারাতে পারেন।আর আজকালতো বলা যায় অ্যান্ড্রয়েডের স্মার্টফোন সবার হাতে হাতে।দিনে তো বটেই অনেকেই দেখা যায় সারারাত তাদের অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করেন।অনেকেই হয়তোবা Default Brightness শূন্য করেই রাতে কাজ করেন কিন্তু তাতেও দেখা যায় চোখ জ্বালাপোড়া করেই।কারন Default Brightness টা দিনের আলোর জন্য ভালো কিন্তু রাতের বেলায় যে লাউ সেই কদুই।তাই রাতজাগা পাখিদের জন্য নিয়ে এলাম Android ooperating system এর জন্য একটি সম্পূর্ণ Custom Brightness application..App টির নাম হল 'Lux'।আর এই Appটি চালানোর জন্য সেট রুট করার কোন প্রয়োজনই নেই।অ্যাপটির মাধ্যমে আপনার ইচ্ছামত ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন।Google playstore এ অ্যাপটির rank দেখলাম 4.6। বুঝতেই পারছেন অ্যাপটি কততটা জনপ্রিয়।তাই দেরী না করে এখনই ডাউলোড করে ফেলুন।নিচে অ্যাপটির ডাউলোড লিংক দিলাম-
ডাউলোড:Lux.apk(2MB)

Sunday, December 29, 2013

ফেসবুকে আপনার স্ট্যাটাস,ফটো,ফ্যানপেজে অগনিত লাইক নিন ফ্রি তে তাও আবার আসল!!!

আজকালকার দিনে ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষ পাওয়া দুষ্কর।ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যে ফেসবুক ছাড়া এখন জীবনটা অচল মনে হয়।আর সামাজিক যোগাযোগের এই মাধ্যমে আমরা প্রতিনিয়ত কত হাজারো স্ট্যাটাস,ফটো শেয়ার করছি এমনকি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের এবং ব্যক্তিগত ফ্যানপেজও অহরহ খুলছি।এত এত স্ট্যাটাস,ফটো আর ফ্যানপেজের ভিড়ে কে না চায় নিজেরটা একটু লাইক পাক,পরিচিতি পাক,ফেসবুকের সেলিব্রেটি হয়ে যাক।কারন লাইক ছাড়া যে ফেসবুকের কোন কিছুরিই সার্থকতা নেই।কিন্তু ফেসবুকের ফ্রেইন্ডসদের লাইক দিতে কিপ্টামি আর শুধু নির্দিষ্ট সংখ্যক কম ফ্রেইন্ডস থাকার কারনে অনেকেই লাইক পাননা।আবার অনেকেই দেখা যায় বিভিন্ন software ব্যবহার করে নিজের ফটো,স্ট্যাটাসগুলোতে ফেইক লাইকের বন্যায় প্লাবিত করে যেটাতে লাইক সংখ্যা অনেক দেখায় ঠিকই কিন্তু চেক করলে দেখা যায় লাইক দেওয়া ফেসবুক ইউজারের সংখ্যা অনেক কম।আবার অনেক ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে লাইক দেয়।কিন্তু এই সামান্য লাইকের জন্য কে এত টাকা খরচ করতে চাই যদি না সে ব্যবসায়ীক উদ্দেশ্যে লাইক পেতে চাই। তাই আজকে আমি এমন একটি ওয়েবসাইটের ঠিকানা আপনাদেরকে দিব যার মাধ্যমে আপনারা সহজেই আপনার ফেসবুকের স্ট্যাটাস,ফটো,ফ্যানপেজে লাইক নিতে পারেন তাও আবার আসল ফেসবুক ইউজার দ্বারা। ওয়েব সাইটির লিংক হল 'http://like4like.org'এটি সম্পূর্ন ফ্রি কিংবা ফ্রি নাও বলতে পারেন কারন এইখানেও আপনাকে কিছু সামান্য কাজ করতে হবে।তাহলে চলুন কিভাবে এটি কাজ করে দেখা যাক..
প্রথমে,উপরের লিংকে গিয়ে sign up করুন।এরপর e-mail verification করতে বললে করুন।তারপর verifiy হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে login করুন।login করার পর 'Social media exchange' মেনু বারে ক্লিক করুন দেখবেন অনেকগুলো অপশন দেয়া আছে।ওইখান থেকে আপনার পছন্দমত যেকোন কাজ select করুন।ধরুন আপনি 'Facebook like' নির্বাচন করলেন।এখন দেখবেন অনেকগুলো ফেসবুক পেইজ,ফটো 'like' বাটন সহ এসছে।এখন আপনার কাজ হল শুধু এগুলোতে লাইক দেওয়া।খেয়াল রাখবেন লাইক দেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার ফেসবুকে login থাকতে হবে নতুবা এটা কাজ করবেনা।শুধু ফেসবুকের ক্ষেত্রে নয় সব কাজের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।লাইক দেওয়া শেষ হলে এরা আপনাকে নির্দিষ্ট পরিমাণ credit দিবে যেগুলো পরবর্তীতে আপনার ফেসবুক লাইক বাড়াতে সাহায্য করবে।এখন এইভাবে অনেকগুলো credit জমা হবার পর আপনি আপনার ফেসবুকে যে স্ট্যাটাস বা ফটো বা ফ্যানপেজে লাইক পেতে চান তার লিংক কপি করে 'Add and manage page' এ গিয়ে facebook like অপশনে গিয়ে আপনার কাঙ্খিত লিংকটি Add url এ paste করে দিন এবং মনের মত একটা Title দিন।তারপর এতে লাইক দেওয়ার জন্য আপনি সর্বোচ্চ কত credit খরচ করতে চান তা নির্ধারণ করুন।ব্যস্ এখন Add url এ ক্লিক করলেই আপনার সব কাজ শেষ। এখন আপনার স্ট্যাটাস বা ফটোটে লাইক পড়তেই থাকবে যতক্ষণ না আপনার credit শেষ হয়ে যায়।credit শেষ হয়ে গেলে পুনরায় একইভাবে কাজ করতে থাকুন।এভাবে কাজ করলে আপনি দিনে 100+ লাইক পেতে পারেন।Happy facebooking..;)

Friday, November 29, 2013

নিজেকে Zombie রুপে দেখতে কেমন লাগবে আপনার??(শুধুমাত্র সাহসীদের জন্য!!!)

আমরা অনেকেই হলিউদের সিনেমায় বিকৃত চেহারার রক্তচোষা,মানুষখেকো Zombie পরিষ্কার বাংলা ভাষায় যাকে আমরা মৃত মানুষ, গ্রাম বাংলায় ভূত বলে থাকি অহরহ দেখেছি।আমার এখনো মনে আছে ছোটবেলায় এসব Zombie দের মুভি দেখে রাতে ঘুমাতে পারতাম না,মনে হত কেউ যেন এখনি পেছন থেকে আমাকে...উফফফ্..ভাবতেই কেমন লাগে!!..আচ্ছা কখনো কি নিজেকে Zombie রুপে আয়নারসামনে গিয়ে চিন্তা করেেছেন কেমন লাগবে আপনাকে দেখতে?..হ্যাঁ সে সুযোগই করে দিচ্ছে Zombiebooth নামে অ্যান্ড্রয়েড App..আয়নায় না হোক আপনার স্মার্টফোন দিয়েই এখন আপনি নিজেকে আবিষ্কার করবেন নতুন রুপে মানে বিভৎস রুপের zombie হিসবে..;)..নীচের লিংকে গিয়ে এখনি app টি ডাউনলোড করে ফেলেন...
www.4shared.com/mobile/CWwK7xFc/ZombieBooth_2_v104_Full_Editio.htm
কি কেমন লাগছে নিজেকে দেখতে??..খুব সুন্দর তাইনা...হা হা হা।।

Thursday, November 28, 2013

Symphony সেটে স্ক্রিনশট নিন কোন software ও রুট ছাড়াই!!!

কেমন আছেন সবাই? আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে Screenshot নিই কিন্তু সে জন্য আমাদেরকে কত ঝামেলা করতে হয়।অনেক সময় software ব্যবহার করতে হয় যে জন্য ব্যবহারকারীকে সেটটিকে রুট করতে হয়।শেষ পর্যন্ত আবার রুট করতে গিয়ে সেট ব্রিক হয়েও যায় যে কারনে পরে অনেকেই হা হুতাশ করেন।কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিকস শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার Symphony সেটে কোন software ও রুট করা ছাড়াই স্ক্রিনশট নিতে পারবেন...;)
প্রথমে আপনি আপনার সেটের volume key down button+power button একসাথে কিছুক্ষন চেপে ধরে রাখুন দেখবেন আপনার screenshot হয়ে গেছে।এই ট্রিকসটি অন্যান্য চাইনা সেট যেমন-Walton তেও কাজ করতে পারে..একবার ট্রাই করে দেখতে পারেন...;)

ডাউনলোড করুন KitKat launcher একদম ফ্রি তে

অ্যান্ড্রয়েড এর সর্বশেষ ভার্সন হল android 4.4 যেটাকে Google মামা Kitkat নামে তাদের Nexus ডিভাইসের মাধ্যমে বাজারে এনেছে।আপাতত অন্যান্য ডিভাইসে এটি পাওয়া যাচ্ছেনা তাই বলে কি আমরা kitkat এর মজা পাবনা তা কি করে হয়।তাই আপনাদের জন্য নিয়ে এলাম kitkat launcherএর একদম লেটেস্ট ভার্সন।ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন-
http://www.nextwap.net/download/16228/KitKat_Launcher_Android_4.4_APK_2.0_Free_Apps_Android.html

রুট করুন আপনার Symphony W92!!!

অনেকদিন ধরেই google মামাকে বিরক্ত করছিলাম আমার symphony w92 সেটটা কিভাবে রুট করা যায়..কিন্তু কোন প্রক্রিয়া পাচ্ছিলাম না..কোন উপায় না পেয়ে তাই নিজে নিজেই চেষ্টা করতে থাকলাম রুট করার জন্য..UnlockRoot pro,SrsRoot,Eroot দিয়ে চেষ্টা করলাম কিন্তু পারলাম না.. আশা প্রায় ছেড়েই দিচ্ছিলাম কিন্তু শেষবারের মত চেষ্টা করতে দোষ কোথায় ভেবে আবার চেষ্টা করলাম এবং সফলভাবেই রুট করলাম আমার symphony w92;তাও কোন কম্পিউটার এবং ডাটা ক্যাবল এর সাহায্য ছাড়াই একদম সহজ উপায়ে..!!! এখন কথা না বাড়িয়ে চলুন কয়েক সেকেন্ডে রুট করে ফেলি symphony w92---

ধাপ-১: Framaroot 1.6.1.apk file টা ডাউনলোড করুন এই লিংক থেকে- forum.xda-developers.com/
showthread.php?t=2130276
ধাপ-২:ডাউনলোড শেষে apk file টি আপনার মোবাইলে ইন্সটল করুন
ধাপ-৩: তারপর phone settings এ গিয়ে USB Debugging mode on করুন
ধাপ-৪:এখন ইন্সটল করা file টি open করুন।নিচে দেখবেন 'BOROMIR' নামে একটা লেখা আছে। ওইখানে Click করুন।ব্যাস আপনার কাজ শেষ।তারপর সেটটা reboot করুন। দেখবেন 'Supersu ' application টা চলে এসছে আপনার মোবাইলে মানে সেট রুট হয়ে গেছে। বিশ্বাস না হলে আপনি Root checker.apk fileটা ডাউনলোড করে চেক করে দেখতে পারেন সেটটা রুট হয়ছে কিনা..;)
এখন ধুমসে আপনার symphony w92 তে রুট permission লাগে এমন হাজারো application নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন...Best of luck..!!!..সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।।

 

Copyright @ 2013 অ্যান্ড্রয়েড সমাচার .